আঁধার কেটে সূর্যের আলো ।
সুন্দর একটি  সকাল  হলো ।
হেঁটে চলেছিলাম একাই ।
বসলাম নদীর কিনারায় ।  
নদীর নাম ছিলো বৈরান ।
ঘাটে বাধা আছে নৌকা ।  
কলসে পানি নিচ্ছে নোলক বুয়া।
ঘাটে এলো মাঝি ।
ছেড়ে দিলো তরী ।
বৈরান নদীর বাঁকে বাঁকে  ।  
তরী চলছে হেলে দুলে ।  
জেলে ফেলেছে জাল ।
ধরা পরেছে পুঁটি মাছ ।
সূর্যের কিরণের সকাল বেলা ।
সাঁতার দিয়েছে হাঁসের ঝাঁকেরা।
তোমার মাঝে বাঁচে কত প্রাণ ।
তাই তোমার নাম বৈরান ।