ভুলিতে পারি না, পাখির কথা।
হয়ে গেছে পাখি ভিনদেশী তাঁরা।
দু-চোখের পাপড়ি মিলে, আর আসবেনা ফিরে।
রজনীর প্রহরে, স্মৃতির চিত্ত হয়ে, দেখা দেয় পাখি, কত না রঙ্গে।
স্মৃতির দুয়ারে, বাসা বাঁধে পাখি।
শুরু হয় দু-চোখের বৃষ্টি।
সেই বৃষ্টির বৃন্দু-বৃন্দু ফোটায়, ছিদ্র হয় কলিজায়।
ছুটলাম কত বন-বনান্তে, পাখি টা কে ধরবো বলে।
পাখি একবার গেলে উড়ে, ধরা না পরে আর জীবনের তরে।
সাগর ক্লান্ত হয়, ঢেউ বিনে।
ছানা একান্ত হয়, পাখি বিনে।