ভায়ে ভায়ে রেষারেষি
জগৎ জুড়ে হানাহানি,
মানবতা চরম ভোঁতা
চতুর্দিকে রাহাজানি !


কেউ করেনা কারো মান্য
অহরহ অন্যের শাসে,
ছলচাতুরী রঙ্গরসে
মানব রূপি দানব হাসে !


ধর্ম নিয়ে দাঙ্গাফেসাদ
মরছে মানুষ লাখেলাখে,
শান্তিকামীর অশ্রু ঝরে
আজি মায়ের দৃশ্য দেখে !


তোমার বুকে কুরুক্ষেত্র
রক্তগঙ্গার বহে ধারা
তোমার ছেলে স্বার্থ নিয়ে--
দ্বন্দ্বে লড়ে ছন্নছাড়া !


কলুষিত সভ্যসমাজ
বিপথগামী মানব জাতি,
এসেছে সময় হও সোচ্চার
হবেই ভোর কাটবে কাল রাত্রি।