আজ ময়দান ফাঁকা, বড়ো বিষণ্ণ মন !
শারীরিক কসরতে কেউ আসেনা এখন।
শরীর গঠনে খেলাধুলা অতি প্রয়োজন...
সর্বদা মন থাকে ফুরফুরে চনমন।


আজ খেলাধুলা ছেড়ে ফেসবুকে আসক্ত !
বিশৃঙ্খল জীবন ! কেন ঝরাও রক্ত ?
মাঠ দেখে মন কাঁদে কোথায় গেলো সেদিন,
অহরহ খেলতাম নানা খেলা রাত-দিন।


মাঠ ভরা দর্শক চলতো কতই খেলা ;
আনন্দ উল্লাসে কাটিয়েছি ছেলেবেলা।
গুরুজন সদা চায় "করো শুধু পড়াশোনা...
লেখা পড়া ছাড়া আর অন্য কিছু করো না।"


খেলাধুলা চরিত্র গঠনের মহৌষধ,
প্রজন্মকে জানাও উপকারিতা বিশদ।  
এখন খেলার মাঠ সর্বদা সুনসান !  
পুনরায় ক্রীড়া প্রেমী, মাঠে হও আগুয়ান।