জনগণ বুভুক্ষু পুঁজিবাদী খেল...
আখের লাভে মত্ত, ওরা জাঁদরেল !
জনতার ধন কেড়ে, করে বাহাদুরি  ,
জগৎ জুড়ে ছিটানো অগণিত কড়ি ।
যেখানে মিলবে ধন, সেখানে হাজির ;
নিজ স্বার্থসাধনে বিরল নজির !
দেশের শাসনভার নিজেদের হাতে
দেশ চালান নিজের খেয়াল খুশিতে ।
কুকর্মে ওস্তাদ, সদা মিতভাষী !
দেশের রত্ন লুটে হচ্ছে প্রবাসী ,
হিসাবে অতি চতুর আয়েশে বিভোর ;
ওরা জনতার রাখে-না খোঁজ খবর !  
জাগো জনতা গর্জে, ওঠো প্রতিবাদে...
মুক্তি অবধারিত অসম যুদ্ধে ।।