উষ্কখুষ্ক কেশ গায়ে শত ছিন্ন বস্ত্র  
ওরা থাকে অনাহারে,চরম ক্ষুধার্ত।
কার দোষে ফুটপাতে ওরা নাহি জানে !  
দু'মুঠো অন্নের লাগি ভারী বোঝা টানে।    
  
অন্ন চাইলেই মেলে, বেদম প্রহার
বিনা পরিশ্রমে কেউ দেয়না আহার !
ধনীর বধূ উচ্ছিষ্ট ফেলে ডাস্টবিনে,
উচ্ছিষ্ট ! কুত্তার সঙ্গে খায় এক সনে।


ক্ষুধার লাগি ওদের জীবন বিপন্ন
সভ্য সমাজ দেয়না, একমুঠো অন্ন !        
বাবুরা ওদের নিয়ে মতলব কষে,
ওরা অন্ন পেলে মাতে, আনন্দ উল্লাসে !


কার দোষে ছিন্নমূল ! কেনো এই পথে ?
মিলবে কিভাবে অন্ন, ভাবে দিন-রাতে।
সরকার বদলায়, উপেক্ষিত ওরা  !
এক বুক জ্বালা নিয়ে মরে সর্বহারা ।।