চোর এসেছে চোর এসেছে, পাড়া শুদ্ধ উঠলো জেগে।
আওয়াজ শুনে চোর বেচারা, রুদ্ধশ্বাসে ছুটলো বেগে।
হরি ঘোষের বাঁশ বাগানে, রাতদুপুরে ঢুকলো শেষে !
ঐ বাগানে নিশি রাতে, ডজন দু'য়েক ভুতে হাসে !
ঘোষের ব্যাটা বলে ভেবে, ওঝা বদ্দি আনো ডেকে।
ওঝা এসে বাগান দেখে, হাত চালিয়ে বসলো বেঁকে !  
দাক্ষিণা দাও হাজার দশেক, ধুতি জামা গোটা চারেক।
আরও লাগবে পাণ সুপারি ফলফলালি কেজি দেড়েক।
মস্ত বড়ো ভুতের বাগান, গোটা দশেক রশি পাকান।
ঢাক বাজিয়ে সিঁদুর মেখে, মন্ত্র জপে বাঁধে বাগান।
চোর ও ভুতে দেয়না সাড়া, ভণ্ড ওঝা দিশেহারা !
সবশেষে বাগান জ্বালিয়ে, চোরা ভুতের করলো সারা !

,11/08/2023..