উপর থেকে কত কিছু দেখে দু'চোখ ;
সদা সতর্ক কখনো পড়েনা পলক।
হাত পা অনবরত চলে সর্বক্ষণ ,
প্রাণ বাজি রেখে সদা করে নিয়ন্ত্রন।
গন্তব্যে পৌঁছে দেয় যাত্রী সকল রোজ...
পার হয় অতিথি কেউ করেনা খোঁজ।
ওরা মনের জ্বালাতে কু-অভ্যাসে মাতে !
আপদ-বিপদে কেউতো থাকেনা সাথে ।
বিপদ জেনেও ছোটে দুরন্ত গতিতে ,
জীর্ণ রাস্তাঘাট বাহন চলুক আস্তে ।