হাতে লাঠি গিন্নী ধরে ছাতা
তপ্ত দুপুর যাচ্ছ কোথা ?
রসিক যুবক নাতি ; দিদার শুধায়,
সঙ্গে নিয়ে চলো আমায়।


মুচকি হাসে দিদা নাহি বলে
দাদু রুদ্ধশ্বাসে চলে।
দিদার পিছুপিছু নাতি হাটে
নাতির দেখে ভীষণ চটে।


তুই তো গিন্নীর করেছিস মন চুরি,
হচ্ছি আমরা দেশান্তরি।
তুই কি যাদু করলি অবুঝ গিন্নীর,
এখন পাগলপারা নাতির।


আমার দেখলে নাকি জ্বলে পিত্তি ;
গিন্নী বিনে নেইকো গতি !
ভবে গিন্নী আমার জীবন মরণ,
কেন করলি হৃদয় হরণ।