পাখপাখালির কলরবে
জেগে উঠতাম সাতসকালে,
আলতো বাতাস বহে ধীরে    
শালিক নাচে টিনের চালে।  


পুষ্পরেণু ডালে ডালে
শিশির বিন্দু কোমল ঘাসে,
আলোক রশ্মি করে খেলা
মিঠেল রোদে স্বপ্ন ভাসে।
    
মায়া মাখা মেঠোপথে
শস্য ভরা সবুজ মাঠে,
ভরা নদীর প্রবল স্রোতে
নাইতে যেতাম খেয়াঘাটে


আজি কালের করাল গ্রাসে
বিমল বাতাস বিষে ভরা,  
স্মৃতি ভাসে অন্তর জ্বলে    
এলোমেলো বসুন্ধরা।
  


27/08/2020.