সেদিন তুমি
দু'হাত ধরে
বলেছিলে--
"শোনো মেয়ে
সারা জনম
রাখবো সুখে,
আমি আশিক  
শুধুই তোমার।
বাধা বিঘ্ন
যতোই আসুক
আমি রবো
তোমার পাশে।
হবো দু'জন
চির সাথী
পতি বলে
নাওনা মেনে।"


আশিক কালার
কথায় মজে
এ দেহ মন
দিলাম সপে,
নিলাম মেনে
স্বামী বলে।
বছর শেষে
ঘরে এলো
জোছনা মাখা
সোনার ছেলে।
বছর দু'য়েক
ছিলাম সুখে।


আজি কেন
আমায় ফেলে
একা থাকে
দূরে সরে।
মিথ্যাবাদী
নর পিশাচ
নাহি রাখে
আমার খবর !
আমি এখন
ক্ষুধার লাগি
অন্ধ গলির
বাইজী দাসী।