ভোট মরশুমে নেতা বদলান ভোল ,
মানবিক ব্যবহার মিষ্টভাষী বোল !  
আচরণে শিষ্টাচার, বিনয়ী ভদ্রতা....
বাক্যালাপে মিতভাষী, নৈতিক সততা ।
প্রতিশ্রুতি বর্ণনায় সদাচার ব্যস্ত....
জনতার মূল্যায়নে হবে নির্বাচিত ।
"এই নির্বাচনে কর, ঢের ভোটে জয়ী ।  
সদা থাকবে স্বচ্ছন্দে, অভাব বিদায়ি ! "          


ছলেবলে অভিনব কায়দায় নেতা....
টাকা লগ্নী করে বলে জনহিত কথা ।
ভোট মরশুমে নেয়, জনতার খোঁজ !
ধূমধামে গরীবের দেয় মহা-ভোজ ।
একবার জিতলেই নিজ কেল্লাফতে !
সেবাধর্ম ভুলে নিজে অপকর্মে মাতে ।।