############################### কবিতার আসরে স্বনামধন্য কবি মাননীয় গোপাল চন্দ্র সরকার মহাশয়ের রচিত "সন্দেশনামা-(ব্যাঙ্গ) শিরনামে কবিতায়,যে মন্তব্য করেছিলাম।কিছু সংযোজন করে কাব্যিক রূপে প্রকাশ করলাম এবং কবিতাটি মান্যবর সরকার মহাশয়ের নামে উৎসর্গ করলাম।
###############################
  
সন্দেশের পাতা জুড়ে টাটকা সন্দেশ,
সে খবর পৌঁছে যায় মুহূর্তেই সারা দেশ।
দেশময় ভরা সন্দেশের উপাদান,
সংগ্রাহক জোগাতে অতিশয় পেরেশান !        
ময়রা বানায় নানা পদের মিঠাই,
ক্রেতা খায় পেট পুরে সুস্বাদু রসো মালাই।
সন্দেশের গন্ধে মাছি ভনভন করে !
যাচাই করেনা মাছি আসল-নকল তারে।
যোগানদার পায়না কভু ন্যায্য দাম,
রোজ বাহকের ঝরে কষ্টমাখা কালঘাম।