আমি মুক্ত বলাকা নিজের খেয়ালে চলি ,
ত্রিভুবনে কেউ নেই, সদা হক কথা বলি।
জন্ম থেকে জ্বলেছি, কেউ করেনি আদর !
শাসন বারণ কেউ করেনি ছিলোনা ঘর।
ক্ষুধার লাগি ঘুরেছি, দুয়ার থেকে দুয়ারে ;
সেদিন দুমুঠো ভাত কেউ দেয়নি আমারে।
শিক্ষা দীক্ষা নেই তবুও জানি সততা ,
মনের বিদ্যালয়ে সদা শিখি নৈতিকতা ।
কঠোর পরিশ্রমে, সৎপথে করি আয় ;
অভাব করেছি জয়, আজ মহাসুখী ভাই।
সত্য কথায় বলি, সদা সুপথেই চলি ,
এসেছে অনেক বাধা ,তবু হক কথা বলি।