ভুল করেছি কান ধরেছি
এবার এসো ফিরে,
নিত্যদিন-ই খেয়াঘাটে  
ডুকরে কাঁদি তীরে।


কত-জনের আনাগোনা
মরা নদীর পাড়ে।
স্মৃতি গুলো চোখে ভাসে
খুঁজে ফিরি তারে।


মাঝি-মাল্লা বলে বাছা--
"যা ফিরে যা ঘরে
স্মৃতি ভুলে ঘর বেঁধেছে
আজি অন্যের তরে"!


খোশমেজাজে জায়াপতি
খেয়াঘাটে দেখে,
স্মৃতি টুকু থাকবে বেঁচে
তোমার ছবি এঁকে।  


09/05/2023.