দুষ্টু মেয়ে মুচকি হেসে
মিষ্টি মধুর কথা বলে,
বাঁকা চোখে ঘায়েল করে
প্রেম শিখিয়ে গেলে চলে।


মরছি পুড়ে প্রেমানলে
অশ্রু ঝরে ক্ষণে ক্ষণে
মন লাগেনা কোনো কাজে
শোকে পাথর তোর বিহনে।  


সারাক্ষণে শুধুই ভাবি
ফিরে এসো প্রিয়ে তুমি  
ও পাষাণী চন্দ্রমুখী
হয়েছে বুক মরুভূমি।    


একদিন দেখি গঞ্জের হাটে
ছেলে কোলে স্বামী পাশে
অপরূপা খোশমেজাজে
জয়া-পতি খিলখিল হাসে।


বাউল বেশে পথে পথে
আজি গান গেয়ে দিন কাটে
ক্ষণে ক্ষণে মনে পড়ে      
স্মৃতিচারণে বুক ফাটে।
  


06/06/2020.