চুলের থেকেও সরু সে পথ
হীরের থেকে তীক্ষ্ণ ধার
পাহাড় সমান করেছি পাপ
ক্যামনে হবো সে পথ পার।


ছলচাতুরী রঙ্গরসে
থাকলাম মজে জীবনভর,
দুঃখী জনের অন্ন কেড়ে
স্রষ্টাকে করেছি পর।


সময় কালে ডাকলাম না তাঁর
দিনের শেষে অসহায়
কেউতো নেবে না পাপের ভাগ
আঁখিকোণ জলে ভাসায়।


আমি অধম গোনাহগার
স্মৃতিচারণে ডরি,
রহম করো পরওয়ার দিগার
নেই আমার পারের কড়ি।