১)
থাকত যদি মা
ঘুরতাম না পথে পথে
একতারা সঙ্গী ;
ভিক্ষা করি গান গেয়ে
মায়ের লাগি কাঁন্দে মন !


২)
পশু নয় মানব
তবু পশু মানে পোষ
ভবের সেরা জীব ;
আজ মানবতা শূন্য
বিষে ভরা কূটিল মন !


৩)
সিঁদুর রাঙা মেঘ
ভরা আষাঢ়ে খরা
পানকৌড়ি কাঁদে ;
জল বিনে সুপ্ত কুঁড়ি
ফুল হতে নাহি পারে !