বড় ছেলে মাটির মানুষ পকেট শূণ্য তার !
সবসময়ই হাসিমুখে খোঁজ রাখে সবার।
আপন বলে সবার ভাবে, ভয় পায়না কাজে।
নিত্যদিন সুখ খুঁজে অনাবিল কাজের মাঝে।


মেজো ছেলে অতি চালাক পকেট ভর্তি টাকা।
দুঃখী জনের অর্থ লুটে আবাস গড়ে পাকা !
মুখোশধারী মিষ্টভাষী কারসাজিতে পটু !
খেয়ে-দেয়ে গতর মোটা লোকে বলে মটু।


ছোটো ছেলে উড়নচণ্ডী অসৎসঙ্গ দোষে।
হালের বলদ বিক্রি করে জার্সি কুকুর পোষে !  
সারাক্ষণই নেশায় মত্ত বৌকে মারে ঝাড়ি।
বেহিসাবি বদমেজাজি এবার বেচবে বাড়ি !  


05/02/2024.