আকাশের পানে চেয়ে শুধু শূন্যতা ছাড়াও
বোধহয় আরো একটা দৃশ্য দেখা যায়


অনেক দুরে..


আর এই ক্যানভাসে  সেই ছবি গুলো দেখতে পায়
পুরো স্পষ্ট,একটুও ঝাপসা নয় I


না,নতুনের ভার পারেনি ঢেকে দিতে...
যদি কোনোদিন মনে হয় ঝাপসা হয়ে যাচ্ছে,
তবে সেই শিরিষ তলায় বসে নিই একটু
জানি নিছকই ছেলেমানুষি--
হোক না কি আছে তাতে....
আর ভেসে আসে নিস্তব্ধ ময়দানে,
লেবু-চা--এ--লেবু---


ভাবতে অবাক লাগে কল্পনার সে জগত-
আজ কতটা ব্যাপ্ত,কতটা মুক্ত...


মাঝে মাঝে খালি শিহরণ জাগে-
আবার সব গুলিয়ে যায়....
আজ কোনো হিসাব মেলানোর নয়,বলবারও নয় I


থাক না,যেটুকু নিজের ভালো লাগা
সব ভাবনা আকাশের পানে চেয়ে,
সব ছবি কে আরও একবার রঙীন করতে....