ঝর্ণাটা বয়ছিলো তার পথ ধরেই
সে মিশতে চাইছিলো
দু - চারটি নুড়ি কণার স্পর্শ I
বেগ পেতে আবার যে হাঁটা শুরু,
কল্পনার সে পথ....


না বোঝার আগেই যদি হয় সব শেষ
তবুও বলবে তুমি  শেষ বলে কিছু নেই !

ভাবনা গুলো আসে আর একটা একটা করে হারাতে থাকে,
জোড়া লাগানোর আগেই....


তবু আমি জেগে রই এই ভোর- রাতেও  
তোমার পাঠানো একখানি স্বপ্ন  দেখব বলে I