বৃষ্টি তুমি আমার ছোটবেলা
আমার একলা আকাশ,একলা থাকা
তোমার চোখে আমায় দেখা I
একটা ছাদের নিচের তলা
দুই শালিকের বাসা বাঁধা
বৃষ্টি হলেই জানান দেওয়া
তোমায় ভুলে থাকা মন খারাপেরা
        
        .........বৃষ্টি আমার ছোটবেলা  II


প্রজাপ্রতির ডানায় খেলা
মেঘের দলের সন্ধে নামা,
মেঘরোদ্দুর তোমায় খুঁজি
নাম না জানা ফুলের কুঁড়ি
ঘাস চাদরে লুটিয়ে পড়ি


           ..... বৃষ্টি আমার ছোটবেলা II


যেমনিভাবে পাশবালিশের পাশে পড়ে
তোমার পোট্রেট , আমার তুলি
তেমনিভাবে আজও পড়ে আমার সাদা-কালো মাটির বাড়ি

           ..... বৃষ্টি আমার ছোটবেলা II


আমার একলা চলা,একলা বলা
একলা বসা বিকেল বেলা
হাত পায় না হাতের ওপর
সঙ্গে খুব ভোরের সেই সপ্ন জোড়াও
    
           ..... বৃষ্টি আমর ছোটবেলা II


আবার যে দিন সাত সমুদ্রে মিশতে যাবে
আমার গঙ্গা তোমায় ছুঁয়ে
নিঃসঙ্গতা জানান দেবে


      .....  আজও সেই বৃষ্টি আমর ছোটবেলা II