পল্ববী বিতানে অজস্র পাতাবাহার,
সুশোভিত নিকুঞ্জ মনোহরিনী!
উদ্ভান্ত পথ সঙ্গী দিশেহারা,
বিতৃষ্ণার নেশা তার চোখে মুখে।
খরতাপে পুড়ছে কোমল হৃদয়,
তপ্ত উষ্ণ জলপ্রপাত ঝরছে ধরায়।
অমলিন হাসি তবুও দৃষ্টি জুড়ে,
যেন এক মোহনীয় অভিনয়।
পুড়োক হৃদয় অগোচরে,
বেলা ফুরোবে এই ছলে।
তবুও কবি কাব্য লিখে,
মিথ্যে আশার জাল বুনে।
পল্ববী বিতানে অজস্র পাতাবাহার,
ঝরে যাবে ঠিক সময় করে।