হয়তো আজও আমি তোমাকে বুঝতে শিখিনি
তাইতো শ্রাবণ মেঘের মত হঠাৎ সন্ধ্যা নামে
তোমার হৃদয় আকাশে।
আজও আমার হৃদয় চাতকের মত চেয়ে থাকে
তোমার আকাশ পানে।
কখন বৃষ্টি হয়ে ঝরবে কালো মেঘ ছড়াবে জ্যোৎস্নার আলো
আর তুমি ঠিক আগের মত করে আমায় বাসবে ভালো।


জানো আজ কিছু দিন হলো কি যে এক বাসা বেঁধেছে আমার শরীরে
খুবলে খুবলে খাচ্ছে ভিতরটা, মস্তিষ্কে হচ্ছে রক্ত ক্ষরণ।
তুমি কি জানো?
তুমি ছিলে, আছো আর থাকবে আমার পুরোটা হৃদয় জুড়ে।
কিন্তু জানিনা কি জেন হয়েছে তোমার, ভুলে যেতে বসেছো আমায়
হয়তো তোমার হৃদয়ে আমার জন্য কোন জায়গা নেই।


আমি আজ নিঃসঙ্গতায় ভুগছি খুব, নিঃশেষ হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে
হয়তো এভাবে হারিয়ে যাবো কোন একদিন।
তখন আর মনে পড়বে না আমায়, করবে না আমার অপেক্ষা।
আর প্রতিদিন তোমায় নিয়ে একটা করে কবিতা
প্রকাশ হবে না কোথাও
হয়তো নতুন কোন চিত্রপটে আঁকা হবে তোমার ছবি।
আর আমি, স্মৃতির অতল গর্ভে হারিয়ে যাবো;
নাম না জানা এক আগুন্তুক হয়ে, নিঃসঙ্গ এক কবি।


রচনাকালঃ ঢাকা, ২৩ মে ২০২০ খ্রিঃ | সময়ঃ ৬ঃ২৫মিঃ(পিএম)