তুমি যদি হও রোদ্দুর ভেজা গোধূলি রঙ,
আমি সেই বেলাভূমি—তোমার আলোয় নিত্য ভিজি।
তুমি যদি হও বৃষ্টিভেজা পাখির চোখ,
আমি সেই ডালে—শুধু তোমার অপেক্ষায় নিঃশব্দে রই।

তুমি পেরেছো শূন্য হাওয়ায় বসন্ত নামাতে,
যেখানে ফুলেরা ভুলে যায় নিঃশ্বাসের ব্যথা।
আমি এক খণ্ড মাটি—তোমার ছোঁয়ায় সবুজ হই,
তুমি না থাকলে মুছে যায় পাতার সজীবতা।

তোমার হাসি বুঝি নীল আকাশের চুপচাপ গান,
যেটা শুনলে ডুবে যেতে ইচ্ছে হয় হাজারবার।
তুমি কি জানো, প্রতিটা শব্দে আমি তোমায় খুঁজি?
যেমন সন্ধ্যার আগে পাখিরা খোঁজে তাদের বাসা।

তুমি যদি হও শিউলি ফোটা ভোরের বাতাস,
আমি সেই পথ—যেখানে তোমার সুবাস থামে।
তুমি যদি হও মেঘের ভেতর রংধনুর রেখা,
আমি সেই চোখ—তোমাকে চেয়ে চেয়ে স্বপ্ন বুনে।

📅 তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫
🕰️ সময়: ৫:৪৫ বিকেল