তুমি যদি হও গোধূলির প্রথম তারা,
আমি সেই আকাশ—তোমায় রাখি চোখের কোণে।
তুমি যদি হও পাতাঝরা রাতে পাখির গান,
আমি সেই শাখা—যেখানে তোমার সুর থেমে থাকে।

হয়তো কেউ জানে না, আমি কতটা নিঃশব্দে বলি,
তোমার নাম—হাওয়ার প্রতিটা ঢেউয়ে মিলিয়ে।
তুমি ছুঁলেই শব্দ পায় নতুন ব্যাকরণ,
আমি নিঃশব্দে বদলাই ছন্দের সংজ্ঞা।


📅 ১৭ ফেব্রুয়ারি ২০২৫
🕰️ সময়: ৬:৩০ সন্ধ্যা