কেনো তুমি এত মায়াবী এত সুন্দর
কেনো মায়া ভরা তোমার ঐ দু'আঁখি
সত্যি বলছি মনে হয় সারাজীবন
তোমারি পানে চেয়ে থাকি।


তোমার ঐ হরিণী নয়ন ,
গোলাপি ঠোঁটের আভায় হাসি
গ্রীষ্মের উষ্ণতাপে,শীতের কনকনে ভোর,
শ্রাবণের বর্ষারাশি।


তোমার মিষ্টি হাসি, জ্বলে ওঠা গাল,
হেমন্তের গোধূলি আকাশে ,
শরতের আকাশ হাসানো কাশ কাশ শুভ্রতা নিয়ে
তোমার ঐ কালোচুল বসন্তের দক্ষিণা বাতাসে।


তোমার ঐ আকাশী রঙের শাড়ি,
কাজল কালো কেশ
তোমাকে এত ভালোবাসি ,
যা কখন হবে না শেষ ।


রচনাকালঃ ঢাকা, ০৫ এপ্রিল ২০২০ইং । সময়ঃ ৭ঃ৪৫ মিঃ (পিএম)