মা তোমায় কত ভালোবাসি হয়না কভু বলা
তোমার জন্য জীবন পথে আমার এ পথ চলা।
তুমি আমার জীবন সাথী তুমি আমর জান
মাগো তুমি হারিয়ে গেলে বাঁচবে না এ প্রাণ।


কখনো মা নিজের জন্য চাওনি কোন কিছু
যা পেয়েছ সবকিছু ব্যয় করেছো আমার পিছু।
নানা রংয়ের অজুহাতে ধরতাম আমি বায়না
যা কোন দিন সহজে তা পূরণ করা যায় না ।


সব কিছুই তুমি যে মা করছো আমার পূরণ
কোন কিছুতেই কখনো তুমি করোনি আমায় বারণ।
নিজের মনের ইচ্ছে পূরণ করোনি কোন দিনে
এমন করে জড়িয়ে গেছো মা, তোমার ভালোবাসার ঋণে।


শুধবো বল কেমন করে তোমার ভালোবাসার ঋণ?
আমার হৃদয় ছিঁড়ে দিলেও তা শোধ হবে না কোনদিন।
তুমি আমার জীবন প্রদীপ তুমি আশার আলো
মাগো তোমায় না দেখলে আমার কিছু লাগে না ভালো।


রচনাকালঃ ঢাকা- ১০ মে ২০২০ ইং | সময়ঃ ৬ঃ২৩মিঃ(পিএম)
মে মাসের দ্বিতীয় রোববার
মা দিবস।