ভুলে গেছি সেই হারানো দিনের কথা, মুছে ফেলেছি সব কষ্ট
কখনো ভাবিনি নিজেকে, শুধুই ভেবেছি তোমায়,
কখনো ভাবিনি ভুলে যাব, তবু হারিয়েছি তোমায়।


কখনো ভেবনা এগুলো আমার কথা,
এ তো উজার হৃদয়ের শুঁকনো কদম্বেের ব্যাথা,
যখন ছিল বরষা, সে গাছে ফুটে ছিল ফুল,
বিলিয়েছিল সুভাস এসেছিল প্রজাপতি,
আলতো করে চুমু দিয়েছিলো কদম্ব ফুলে ।


কিন্তু কি হল কিছুই বুজলনা সে ,
নিজের অজান্তে তার নিষ্পাপ ঠোঁট,
নিয়ে গেলো সেই পুস্ফটিত ফুলের রেণু,
আহঃ কি মায়াবী দৃশ্য!
কেটেছে শরৎ,হেমন্ত ও শীত........


বসন্ত এসে গেছে, ফুলে ফুলে ভরে গেছে চারপাশ,
ফুটেছে রজনীগন্ধা গোলাপ, গন্ধরাজ,
ছড়িয়েছে সুভাস প্রজাপতি হারিয়েছে মন,
এঁকেছ নতুন চুম্মন সুভাসিত এক ফুলে,
এভাবেই দিন পার, হয়েছে কি কার সময়ের ব্যাবধানে?
এসেছে গ্রীষ্ম , দেখেছে দৃশ্য সেই কদম্ব গাছ,
উঠেছে রবি পুেড়েছ সবি, মাঠ ঘাঁট
এভাবেই শুঁকিয়েেছ কদম্ব গাছ,


অপেক্ষা তাঁর.........,
কবে আসবে বরষা, ঝরবে বর্ষা, ফুটিবে কদম্ব ফুল,
আবার আসিবে প্রজাপতি করিবে আলতো চুম্মন,
বহিবে বাতাস উড়েব তার ডানা, কে করিবে মানা।


কিন্তু বরষা দিয়েছে ফাঁকি, সে আর আসবেনা নাকি!
এভাবে কাটিছে দিন কদম্বের, গ্রীষ্মের খড়ো তাপে।


রচনাকালঃ ঢাকা- ০২ এপ্রিল ২০১৬ | সময়ঃ ১২ঃ৩০মিঃ (এএম)