কেন ওহে রাজকুমারী, কেন তোমার এত দ্বিধা
আমি বৃক্ষ হয়ে তোমাকে আমার ছায়াতলে শুধু নয়
আমার কচি শাঁখায় তোমায় আলতো করে বসিয়ে
হৃদয়ের ছায়ায় জড়িয়ে রবো সারাটি জীবন।


সে কথা এখন কেন বুজ না রাজকুমারী,
তুমি তো আমার যোগ্য ই শুধু নও
তুমি তো আমার হৃদয়ের রানী রাজকুমারী।


তোমায় নিয়ে কত যে স্বপ্ন দেখে যাই
সে কথা কি তুমি জানো না আমার রাজকুমারী বনলতা
তাহলে কেন তুমি ভাবছো এমন কথা।


ওহে আমার সরলতা, আজ খুব অনুভব করছি তোমায়
হৃদয়ের মনি কোঠায়, তুমি ও কি এভাবেই ভাবছো আমায়?



রচনাকালঃ ঢাকা, ১৪ আগস্ট ২০১৬ইং | সময়ঃ  ৭ঃ০৪মিঃ (পিএম)