শূন্য খাতায় লিখলে চিঠি শূন্য রয়ে যায়
শূন্য পাতায় আঁকলে ছবি পূর্ণ নাহি হয়।
আমার একার শূন্য জীবন শূন্য রয়ে যায়;
শূন্যে আমার জন্ম আবার শূন্যে হবো শেষ ,
একলা জীবন শূন্যে রেখে কাটবে আবার বেশ।


শূন্য তুমি শূন্য আমি শূন্যে ভরা মন
এ ধরাতে শূন্য সবাই শূন্য আপন জন।
শূন্য নিয়ে খেলছে সবাই শূন্য দিয়ে দান
শূন্য হয়ে জিতেবে আবার শূন্যে যাবে প্রাণ।


শূন্য আমার খেলার সাথী শূন্য মুখোশধারী;
শূন্য নিয়ে তাইতো আবার দিচ্ছি সাগর পাড়ি।
শূন্য নিয়ে বাইবো তরী শূন্যে দিবো ঝাঁপ,
শূন্যেই তাই জ্বলছে আগুন শূন্যে অভিশাপ।


শূন্য থেকে আমার শুরু শূন্যে তোমার শেষ
শূন্যে আবার পূর্ণতা পায় তোমার অগ্নিবেশ।
তোমার আমার শূন্য জীবন শূন্যে বাঁধি ঘর;
হোক না যতই লোনা পানি গহীন বালুর চর।


আমার যত শূন্য আছে জমিয়ে আমার কাছে,
একটা এক এর আশায় সবই তোমায় দিয়েছি বেচে।


লেখাঃ মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)


রচনাকালঃ ঢাকা  ২৫ এপ্রিল ২০২০ ইং | ১০ঃ২৮মিঃ (পিএম)