(বন্ধূ-২)


আজো তোঁরা বন্ধু আমার আমার জীবন সখা
তোদের ছাড়া এক মুহূর্তও যায় না একা থাকা
তোদের সকল স্মৃতি গুলো আজো আমার কাছে
হৃদয় দিয়ে আগলে রাখি, লক্ষ্য কাজের মাঝে।


আজো তোরা এই আমাকে বুজতে পারলি না
পুরনো দিনের স্মৃতিগুলো মুছতে পারবি না ।
হয়ত তোঁরা কোন দিনও বুজতে পারবি না
তোদের এমন বন্ধু যে আর হয়ত খুজে ও পাবি না।


হয়ত পাবি নতুন করে নতুন অনেক কিছু
কিন্তু অতীত স্মৃতিগুলো ছাড়বে না তোদের পিছু।
তেমনি করে আমি ও যে হয়ত আড়াল থেকে
বাকি জীবন কাটিয়ে দিব তোদের সুখি দেখে।
আমার সকল সুখে সময় রাখব তোদের পাশে
দুঃখের সময় হারিয়ে যাব অতীত স্মৃতিগুলো কাছে।


থাকিস তোরা সুখী থাকিস, নিয়ে নতুন সাথী
নতুন বন্ধু, নতুন জীবন, হয়তো নতুন কারো আঁখি
দেখবি নতুন , চলবি নতুন, পাবি নতুন সখা
কালের স্রোতে হারিয়ে যাব হবে না আর দেখা।


হয়ত যখন বৃদ্ধ হবি থাকবে না কেউ নতুন
আমায় শুধু মনে করিস তোদের স্মৃতির পাতায়
থাকবো তোদের সঙ্গী হয়ে পুরনো দিনের মতন।


রচনাকালঃ ঢাকা  ২০ এপ্রিল ২০২০ ইং | সময়ঃ ৬ঃ৫০ মিঃ (পিএম)