সে ফিরে গেছে তাঁর আগের স্থানে ভুলে গিয়েছে আমায়
ফিরে পেয়েছে তাঁর হারানো অতীত
যা হারিয়ে ছিলো নিজের অনিচ্ছায়।
আজ তাঁর হাঁসি তে ফুটেছে
আমার ভালোবাসা কাটিয়ে ওঠার সুখ ।


সে চলতে শিখে গেছে পাহাড়ি সেই তীক্ষ্ণ পথ
যা থেকে আমি তাঁকে আগলে রেখেছিলাম অব্যক্ত ভালোবাসায়।
সে চলতে পারে সেই তক্ত মরুপথ,
হিমায়িত সেই জ্যোৎস্নার নীলাভ আলো
যা আস্তে আস্তে ধোঁয়াশা হয়ে ঢেকে দিচ্ছে আমর দু চোখ।


আজ তাঁর জীবন জ্যোৎস্নার আলোয় আলোকিত
আর আমায় দিয়েছে অমাবস্যার কালো অন্ধকার।
আজ আমি একা দিশেহারা হয়ে ছুটছি ছন্নছাড়া
আর সে গ্যালাক্সির ছায়াপথ ধরে চলছে
সাথে নিয়ে সকল সুখতারা।


রচনাকালঃ ঢাকা, ১৬ জুন ২০২০ খ্রিঃ | সময়ঃ ১০ঃ৫৬ মিঃ (এএম)