(তোর জন্য ১)


তোর জন্য স্বপ্ন আবার উড়বে যে ডানা মেলে
তোর জন্য ভুলে যাবো সব তোর ভালোবাসা দিলে;
তোর জন্য বদমাশি ছেড়ে হবো যে লক্ষ্মী ছেলে।
তোর জন্যই বৃষ্টি শেষে রংধনু রঙ ঢেলে,
আবীর ছড়ায় নীল আকাশে একটু সুযোগ পেলে।


তোর জন্য ফেসবুকে আজ বুকে জড়ানো কেয়ার
তোর জন্য কতকিছু আজ না বুঝে হচ্ছে শেয়ার।
তোর জন্য মানবতা আজ ক্ষমতার লোভে অন্ধ
তোর জন্যই অসহায় আজ শোষিত হয়েও রেখেছে মুখ বন্ধ।


তোর জন্য গ্রীষ্ম দুপুরে শীত ছড়াবে হিম
তোর জন্য কাকের বাসায় কোকিল কখনো পাড়বে না আর ডিম।
তোর জন্য উড়বে না আর আকাশে শঙ্খচিল
তোর জন্য দুষ্ট ছেলেরা মৌচাকে আর ছুরবে নাকো ঢিল।


তোর জন্য পৃথিবী সকল দুঃখ কষ্ট ভুলে
তোর জন্য অগোছালো সব সাজাবে নতুন করে।
তোর জন্য আসবে ফিরে আবার সোনালী দিন
তোর জন্যই ভালোবাসা তাই থাকবে চির অমলিন।


লেখাঃ মাসুম বিল্লাহ মুসা(প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা, ০২-০৫-২০২০ইং, সময়ঃ ৩ঃ৫৭মিঃ(পিএম)