তুই হীনা কিছু ভাবে না হৃদয়
তুই ছাড়া মন অন্ধ,
তোরি জন্য চারদিক আজ জনহীন,
একাকী প্রাণ নিস্থর দেহ চার দেয়ালে বন্ধ।


তুই ছাড়া এই নির্জনতায় নির্বাক হয়ে ভাবছি
এত অপরূপ মুখকানি তোর রংতুলি দিয়ে আঁকছি।
তোর কাছে আজ, নেই কোন লাজ, নেই কোন দ্বিধাদন্দ,
তোর প্রেমেতে দিশেহারা হয়ে, ভুগছি আজীবন কারাদণ্ড।


তুই যে আমার ক্লিওপেট্রা মিশরীয় রাজ হুঙ্কার,
তোর জন্য চীনের প্রাচীর ভেঙ্গে করে দিতে পারি চুরমার।
তোর জন্য তপ্ত মরু পথ হেঁটে যাবো নিরবধি্‌;
তুই চাইলে সাঁতরে পার হবো মিসরের নীলনদী।


তোকে নিয়ে জ্যোৎস্না পোহাব মরু-সাহারার মাঝে
রূপালী চাঁদের মায়ায় জড়াবো শুভ্র মেঘের ভাঁজে;
তোর জন্য হাতছানি দিয়ে ধরবো গোধূলির আলো
এ হৃদয় দিয়ে আমি যে তোকে এতটা বেসেছি ভালো।


লেখাঃ মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)
২২-০৪-২০২০ইং ৮ঃ৩০মিঃ (পিএম)