তুমি হাসলে ঝরে পরে জ্যোৎস্না
তুমি কাঁদলে হৃদয়ে হয় রক্ত ক্ষরণ
তোমাকে দেখলে মনে হয় স্বপ্নের সেই রাজ কন্যা
কড়া নাড়ছে আমার মনের জানালায়।


তোমার ঐ মায়াবী নয়নে বন্দী হয়ে
খুজে ফিরে তোমার উপমা মরুর বুকেতে জ্যোৎস্না স্নানে
আমার নতুন জীবনের প্রথম প্রহরে তোমারি সূচনা।


তাই তো আজ
তোমাকে ছাড়া আমার কাটেনা দিন স্বজনী
তোমাকেই ভাবি আমি জেগে সারা রজনী।
তোমার চোঁখে স্বপ্ন দেখি তুমি আমার ভোরের পাখি
হৃদয়ে মাঝে একটাই আমি শুধু তোমার ছবি আঁকি।


স্বপ্নে বিভোর দিন কেটে যায় তোমায় পাওয়ার আসে
স্বপ্ন ডিঙায় চড়বো মোরা জ্যোৎস্না স্রোতে ভেসে।


রচনাকালঃ ঢাকা, ০২ এপ্রিল ২০২০ইং | সময়ঃ রাত ১২ঃ০১মিঃ (এএম)