তুমি ও একদিন গল্প হয়ে যাবে
না বলা কিছু কথায় ।
বিষণ্ণতা ছেয়ে যাবে অব্যক্ত কোন ব্যথায়।
জীবন পরবে নুয়ে অতীতের কথা ভেবে।
হয়তো তখন পরবে মনে যাকে একদিন দেখেছিলে ছুঁয়ে।


তখন ভাববে তুমি কি ছিলে যে কার?
সর্বস্ব বিলিয়ে দিয়ে ভালোবেসে ছিল সে তোমায়
তুমি ছলনার আশ্রয় ভিজিয়েছ তাঁর আঁখি
হৃদয় করেছো উজাড়।
তোমার ও ভালোবাসা হবে হৃদয়ে উঠবে ঝড়।


ভালোবেসে যাকে আপন করবে তুমি
তোমার ই মত করে সে তোমাকে করবে পর।
সে দিন হয়তো ভাববে আমায় আর
আমাকে কাছে পাওয়ার হৃদয়ে উঠবে ঝড়।
হয়তো পাবেন না তখন কিন্তু বুঝবে  ঠিকই
কে ছিল আপন আর তুমি কার পর।


জীবন ঠিকই যাবে জীবনের মতন
থাকতে সময় যদি না কর যতন।
বৃথা প্রেম ভালোবাসা না করে বরণ,
স্বীয় প্রেমে ডুবে থেকে শ্রেয় সে মরণ।
প্রেম আর ভালোবাসা এমন এক অসুখ
পেয়ে ও তাঁর সুখ নেই, হারালে ও দুঃখ।


রচনাকালঃ ঢাকা, ০২ জানুয়ারি ২০২১ | সময়ঃ০৩ঃ৩৮মিঃ (এ.এম.)