একটি চিঠি
খুব যতনে বুক পকেটে রেখেছিলাম;
ন্যাপথলিনের গন্ধে মোড়া,
ক্লান্ত হাতের পত্র জোড়া দিনের শেষে খুঁজে পেলাম।


একটি সময়,
নোনা জলে কাটিয়ে ছিলাম সন্ধ্যে বেলায়;
সুখের ঘুড়ি ফিরে আসে,
তোমার স্মৃতি শুন্যে ভাসে আমার অবহেলায়।


একটি চিঠি,
পোড়ায় ভীষণ জীবন চলার গতিতে;
তোমার স্মৃতির গন্ধ মেখে,
মনের কোণে ছবি এঁকে থাকতে বলে অতীতে।


ডাকপিয়নের অসুখ ভীষণ আসে না অাজ চিঠি।
সেই চিঠিটি নিয়েই আমি সুখের ভেলায় থাকি।