মাদক মানেই বোতল,শিশির,ধোয়ায় উত্তেজনা নয়
নারীর ভেজা কেশে 'র মুঠো স্বাদে ও,জীবন মাদক ময়।
যে পুরুষের নারীর তেল কেশে ঘ্রাণে নেই মাদকতা
সেই পুরুষকে আবার তোরা পাঠশালা তে পাঠা।
যে পুরুষের মাদকসুতায় কোন নাই লেশ টান
কে বলে পুরুষ তারে, মনে মহাপুরুষ সাঁই।
পুরুষ ই-নারীর মাদকতা,পুরুষের নারী
পূর্ণ রূপে কর উর্বর থামি ঘেরা ভূমি একটু খানি।
নারীর বুকে মাদকতার স্রোত সীমাহীন
মনে-মন পূর্ণ,পুরুষে কামি রাত থেকে রাতি বাধাহীন।  
নারী ভক্তি,নারী শক্তি, নারী মুক্তি
নারীতে দেই বল, ঢালি আমার সুখের মল
যৌবনে যার তীব্র আবাদি,বৃদ্ধ রূপেতে দাসী ।
মুখে মধু,বুকে অনল পদতলে ধরাধাম স্বর্গ বাসি
তোমার ক্ষুধা আমার বক্ষে,
পিষে,নিঙরাও তুমি ভুবন ভরতে!
অশ্রু তে লালিত স্বপ্ন,ভালবাসায় থাকেনা কষ্ট  
আমাতে আবাসিত, কর্ম শেষে নির্বাসিত।  
বঞ্চিত সব তীব্র তপ্ত ঢল।
নারী নিপীড়নে পুরুষত্ব প্রমাণে থাকেনা পল  
সৃষ্টিতে বিসর্জিত আমার সকল বল,  
আমাতে ই তুমি প্রান চঞ্চল।