ওহে বিধাতা তোমার কি লীলা,
                 সন্তান জন্ম দিতে দিয়াছ খেলা
খেলাতে সৃষ্ট পাপ, দিয়াছ করে পূন্নে রুপেতে সন্তানের বাবা ডাক।
                 কি তৃপ্তি ! কি তৃপ্তি !ধরেছে আমায় সারাবেলা,
রুপে দিয়াছ তাঁরি তুমি নয়নের মেলা।
                সারাটি ঘরে আমার আলোকসজ্জা ময়,  
অন্ন দিতে তাহারে দশদুয়ারি পিছে পড়েরয়।
                আটকায় সকল ইন্দ্র তাহার করিস না আর যুদ্ধ,
বাছা তোর আসনে, স্বীয় রাজায় আসন পেতে বয়
               আসন কখন ছাড়বি নে আর তা ও হবার নয়।  
রাজ্যে আবার কলকাকলিতে পূণ্য রুপে বয়
                সময়ের নিয়মে সমুদ্র স্রোত তীরে কভু না রয়।  
রাজা ও নিওম মেনে  পূণ্যপ্রাতে যায়,
                মহাকালের বদৌলতে পাপপুণ্য সমান হয়ে যায়।