আকাশ সংস্কৃতি,আর এক নাম ঝঙ্কার পৃথিবী চেনানো
অদেখা,অজানা,আর কল্পনার বিশ্ব ভ্রমণ।
জাগতিক পাপ কে ঘুরিয়ে ঘুরিয়ে পুণ্য করা
আজকাল সমাজ বড়ই আধুনিক।
মুড়ি দিয়েছে কাল চাদর
একটা কাল চাদরের কতটা জোর ?
কোটি দৃষ্টির ঝলকানি তে চাদর আলোক ময়
টুকরো কাপড়ের আর কতটুকু ক্ষমতা?  
সহস্র কোটি চোখ নিজেদের সূক্ষ্ম চতুর্ভুজ অবস্থান চায়।
দৃষ্টি শক্তির বিবাদ।
যুদ্ধে আপনার কাপড়ের ভাঁজ বিক্ষত,বিবস্ত্র
কে কল্পনায় ধর্ষণ থেকে বাঁচাবে আপনায়?  
শত কোটি পুরুষের উর্দি'র নরম আবরণে আবদ্ধ মাংস পিণ্ড জানে
ও জানে,কতবার তার সর্দি জ্বরে কাঁপুনি ধরেছিল।
কাপড়ের বাজারে আগুন লেগেছে
টুকরো কাপড়ে বুনেছে ভালবাসার স্মৃতি ধনীর দুলালী
আকাশে বাতাসে সংস্কৃতি'র সুবাস
দূর থেকে গন্ধ নিয়ে পাকা ফল বিক্রেতার মত বলে দেই  
কাঁঠাল কোষের অবয়বের স্বাদ
বেঁধেছে বৃত্তে পুণ্য চিত্তে জীবন তরীর মাঝি
ভুলে যাওয়া স্বপ্ন, খোলা পাওয়া চিঠি  
বিশ্বাসী না জীবনের ইতি।