নয়ন কুমার বৈরাগী

তুমি যদি হতে রাজহংসী
আমি হতাম রাজহংস
ভেসে বেড়াতাম মালায় সাগরের তীরে
ডানায় মাখিতাম সমুদ্র সফেন।

থাকতো না এই সমাজের ভয়
হয়তো হতো না জাত-মানের ক্ষয়,
আনন্দে দু'জন ডানা ঝাঁপটায়তাম
ভালোসার রং মেখে ডানায়!

শরৎ-এর কাশফুলের মাঝে
দুপুরের মিষ্টি রোদ্দুর গায় লাগিয়ে
মেতে উঠতাম নিষ্কাম প্রেমের খেলায়!
পূর্ণিমার চাঁদনি রাতে, বিস্তৃত চাঁদের আলোয়

আমার পলক তোমার ডানায়,
হয়তো হঠাৎ  একটা গুলির শব্দঃ
তোমার রক্তের স্পন্দন আমার ডানায়
রক্তে রঞ্জিত হতো সকল কাশফুল
! আবার গুলির শব্দঃ

চির শান্তি আমাদের
নিস্তব্ধ হলো আমার আশপাশ,
আজকের এই টুকরো টুকরো করে মৃত্যুর থেকে
এক-ই সাথে দু'জনে দুর আকাশের নক্ষত্র মাঝে।

সমাপ্তি হতো আমাদের প্রেমের গল্পের,
তৃষ্ণার্ত মানুষের হাতে
তৃপ্তিময় মৃত্যু হতো দু'জনের!