আমি তেমন কেউ না
করো জীবনের বিশেষ মানুষের লিস্টে
আমার নাম কখনো থাকে না!
আমার অনুপস্থিতে কখনো কেউ
শূন্যতা অনুভব করে না।
বরং আমি থাকলে সবার চেহারায়
বিরক্তর ছাপ দেখতে পাই!
আমার অনুপস্থিতিতেই সবাই ভালো থাকে।
সত্যি আমি তেমন কেউ না।