মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষকে পাই ভয়
মানুষের দ্বারাই সব অপরাধ সংগঠিত হয়।
মানুষের মতো মানুষ তুমি হতে নাহি পারলে
কি করেছ মানুষ তুমি মানব জাতির জন্যে?

এই সমাজে মানুষ রুপে সেইতো ভগবান
মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে যতক্ষণ।
পশুর মতো আচার-আচরণ মানুষের ই তরে
মানুষ হয়ে মানব ধর্ম পালন কে বা করে?

মানব কুলে জন্ম নিলে মানুষ সে-তো নয়
মনুষ্যত্বের প্রকাশেতে মানুষের পরিচয়।
মানুষ হয়ে যদি না তুমি মানুষের কাজে আসো
কি কারণে নিজেকে ভাই মানুষ দাবি করো?

অনাহারীর মুখ যে দেয় নিজের খাবার তুলে
সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি তাহাকেই তো বলে।
আসল মানুষ দেখি না তাই বসে আছি একা
কোথায় গেলে পাবো আমি সেই মানুষের দেখা?