তোমার দেওয়া দুঃখ সে তো জীবনভরা সুর,
বুকের মাঝে স্থান দিয়েছি গনগনে রোদ্দুর।
ডাকছি যত দুঃখ আমি, ডাকছি যত ব্যথা --
তারই দহন জ্বালায় আমার কাটুক বিহ্বলতা।
তুমি যত কাজ দিয়েছো সে কাজ বড় সোজা,
আমি যত কাজ করেছি বাড়িয়ে গেছি বোঝা।
বোঝার ভারে আমার চলা যেন শামুকগতি,
দিনের শেষে তাই মেলেনা অংকের লাভ-ক্ষতি।
আমার বোঝা হালকা করো, হালকা করো প্রিয় --
একটুখানি প্রেমের পরশ আলতো ক'রে দিও।