শ্রদ্ধাবনত হয়ে স্মরণ করি মোদের মিলন মেলার উল্লাসের পদধ্বনি,
বদ্ধতা থেকে কৈশোরের আহবানে মন্থরতা ভেঙ্গে উত্তালতার কানাকানি।
নাইবা হলো যৌবন ভাঙ্গার গান, নাইবা হলো পদ্মার শীতল জলে অবগাহন,
আজন্ম লালিত স্বপ্নকে বিসর্জন দিয়ে বন্ধুত্বের ছুটন্ত বন্ধনের উষ্ণ আহবান।
মাতণ্ড স্রোতে জড়তার দুয়ারে আঘাত হেনে উন্মাতাল কৈশোর ফিরে ফিরে আসে,
রথের চঞ্চলতায় শীতল বয়সের স্লথতা ছিন্ন করে আনন্দের সুবাস বাতাসে ভাসে।
ভালোবাসার টান আর বন্ধুত্বের বন্ধনে মুক্ত আজি ফেলে আসা ত্রিশ বছর,
লোপ পায় ব্যস্ত জীবনের স্থবিরতা, জন্ম নেয় উত্তালতা আর মিছিলের বহর।
বাড়িয়ে আছি আমার হাত সকল বন্ধুর হাতকে শক্ত করে ধরার প্রত্যাশায়,
সায়াহ্নে এসেছি বন্ধু ৯০-এর আহবানে, বাড়াও হাত উল্লাস হোক ভালোবাসায়।