আমার হারানো বিস্মৃতি ফিরে পাওয়ার যন্ত্রণা শুধু কাঁদায়,
মাতণ্ড আবেগের মৃত সাগরে নতুন ঢেউয়ের উত্তালতায়।
রহস্যময়তার আকণ্ঠ সুধা পান করে ভ্রমরে নিষ্পেষিত,
হারিয়ে যায় যত্নে বোনা স্বপ্ন বিষাক্ত নীল যন্ত্রণার কণ্টকিত।
রাতের নির্লজ্জলতায় ভেসে যায় লজ্জার অশন-বসন,
নোলক হারিয়ে মাধুকরীর ভ্রষ্টতা আর মন্দ মাতন।
ভাসিয়ে নেই ছোট্ট সাজানো স্বপ্ন বিলাসী অর্ঘ থালা,
লোকালয় থেকে আমায় ছুঁড়ে দেয় অন্ধকারের জ্বালা।
বাসি ভালো বন্ধু তোমায় আর হারায়ে খুঁজি এক ফোঁটা মধু,
সিক্ত করো আমায় দাঁড়িয়ে দুয়ারে রিক্ত আমি ভিখারী শুধু।