স্বপ্নভঙ্গের কান্না আর বেদনার কষ্ট কেন নীল, জান কি?
আকাশটা নীল বলে, আকাশটা কেন নীল, জান কি?
তোমার নীল শাড়ীটা আর চোখের নীলাভ ছায়া।
ফিরে পাওয়ার আবেগ আর আবেগে অবগাহন, বোঝ কি?
কষ্ট পাওয়ার যন্ত্রণা আর অপেক্ষার দহন জ্বালা, বোঝ কি?
আমার হৃদয়ের রক্তক্ষরণের বহতা ঝর্ণার আস্ফালন।
একদিন তুমি ছিলে স্বপ্নের রাজ্যে রাণীর বেশে, দেখেছো কি?
আমি ছিলাম লুলো ভিখারী তোমার দুয়ারে, দেখেছো কি?
এক পলক দেখা বা কথার কাকলি ফেলা রাস্তার ভাগাড়ে।
আমি আজো অপেক্ষায় থাকি তোমার চলার পথে, অনুভব করো কি?
চাইছি তোমার হাতে হাত রেখে পথ চলতে,  অনুভব করো কি?
ডুবন্ত হৃদয়ের কান্নার শীতলতায় দৃশ্যমান নীল ধমনী।
রাতের আকাশে শ্রবণা আর অরূন্ধতীর নীরব কান্না, শুনতে পাও কি?
নীরবতা ভেঙ্গে রাত জাগা পাখির হৃদয়ের স্পন্দন, শুনতে পাও কি?
স্বর্গসুখের মুর্ছনায় গোলাপ শোভিত জলে অবগাহন।
আর আমি? পথের পাশে বসে চাতকের মতো ধুলোর মাঝে আশা নিয়ে
ধন্য আমি তোমার একটি পলকে যদি দেখতে আমায়
তোমার স্বয়ংবর সভায় যাবার পথে, এক পলক, দুখী আমি
ভিখারি আমি, এক পলক, সুখী তুমি আজন্ম।