“ভেবেছিলাম”


হঠাৎ তপ্ত রৌদ্রের ক্ষণিক বাদে
আঁধার সন্ধ্যা ঘনিয়ে মেঘের আর্তনাদ,
আমি দৌড়ে যাই বাতায়নে ।
কি যে এক রুদ্ধশ্বাস !
খুলে দেখার মানস অদম্য অভিলাষ,
নিমিষেই দমকা একটা সমীরণ চোখের সামনে;


আকাশটা খুব কাঁদে,
অঝরে ভিজে সিক্ত জানালার মরিচা
খসে খসে পরে বুকের জমাট আর মাটির গন্ধ;
আমি ভেবেছিলাম তুমি এখানেই,
বৃষ্টি তবু থেমে নেই,
বজ্রের চিৎকারে কাঁদে সারা রাত্রি
আমি ভেবেছিলাম তুমি সকালেও ছিলে ।


আবার রোদ উঠেছে, মরিচাগুলো শুকবে,
আমি জানালার শিকে দেই তালা;
তোমাকে ছেড়ে যেতে চাই না তবুও আত্মার মাঝে -


স্বপ্নের অনেক রঙ, স্মৃতিগুলো আঁকড়ে ধরে ।
তবুও আমাকে টেনে ধরে অন্ধকার এ ঘরটা
ততক্ষণে মাটির গন্ধ শুকিয়ে বিলীন প্রকৃতির নিয়মে,
নিথর আমি স্তব্ধ আবার শরীর আত্মার দূরত্বে,
শেষ পলকে একটি কল্পনা
যদি তুমি আসতে আবার বৃষ্টি !!


কাজী হেমায়েতুল হক নাঈম – ২৭ চৈত্র, ১৪২৫ ।।