আকাশকে দেখলে,নিজেকে আর ছোট মনে হয় না
পাখির উড়ন্ত ডানায় আছে স্বাধীনতার চেতনা
ভালবাসার প্রহ গোনে শান্ত দিঘীর জল
একটু খানিক হাওয়া পেলেই করে টলমল।
মানুষ মানুষকে শান্তি দিতে পারে না কেউ
প্রশান্তিময় পরশ দেয়,সমুদ্রের উত্তাল ঢেউ,


স্রোতের কলধ্বনি একাকিত্ব মুছে দেয়।
ফুলের হাসি আমায় যেমন মন ভরাতে পারে
তেমন আদর-স্নেহ কেবল শিশুই কাড়তে পারে
তার চাহনীর উচ্ছলতায় যে কান্না- হসির বায়না
তেমন তৃপ্তি কেউ তো আর দিতে পারে না।
রঙ এর মাঝে হারাতে পারি প্রকৃ্তির অরণ্যে অকৃত্রিম ভালবাসার যে খুব অভাব,তাই কোন
ভালোবাসার রঙই আমায় রাঙাতে পারে না।